বছরের শেষ দিনে সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে আবহাওয়া সতর্কতা

Passenger Voice    |    ০২:৫৮ পিএম, ২০২৩-১২-৩১


বছরের শেষ দিনে সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে আবহাওয়া সতর্কতা

চলতি বছরের শেষ দিনে সারা দেশে ঘন কুয়াশার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশার কারণে সড়কপথ, নৌপথসহ বিমানেরও স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শুধু তাই নয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

এদিকে ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


প্যা/ভ/ম